ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

টটেনহামের জালে গোল উৎসব করল নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
টটেনহামের জালে গোল উৎসব করল নিউক্যাসল

প্রিমিয়ার লিগে টটেনহামের সেরা চারে থাকার স্বপ্ন বড় ধাক্কা খেলো। উল্টো তাদের জালে গোল উৎসব করে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে দিল নিউক্যাসল।

নিউক্যাসলের মাঠে স্পার্সরা হেরে গেছে ৪-০ গোলে। ম্যাগপাইদের হয়ে জোড়া গোল করেছেন আলেকজান্ডার ইসাক। একটি করে গোল অ্যান্থনি গর্ডন এবং ফ্যাবিয়ানের।  

প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় নিউক্যাসল। ৩০তম মিনিটে অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে এগিয়ে নেন আলেজান্ডার ইসাক। দুই মিনিটে পরে স্কোরশিটে নাম উঠে গর্ডনেরও। ওই ব্যবধান নিয়ে বিরতিতে যায় নিউক্যাসল।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার নিউক্যাসলে পেয়ে যায় গোল। এবারের গোলদাতাও ইসাক। ৫১তম মিনিটে গুইমারেসের অ্যাসিস্টে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন তিনি। শেষ দিকে গর্ডনের অ্যাস্টিসে টটেনহামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্যাবিয়ান।

হারের পরও অবশ্য ৬০ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে টটেনহাম। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট অ্যাস্টন ভিলারও। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের লড়াইও বেশ জমে উঠেছে। এই লড়াই থেকে প্রায় ছিটকেই পড়েছে নিউক্যাসল।

তবে টটেনহামকে হারিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আশা বাঁচিয়ে তুলেছে নিউক্যাসল। ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে তারা। ৩২ ম্যাচে নিউক্যাসলের পয়েন্ট ৫০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানইউর পয়েন্ট ৪৯।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।