ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিবিহীন ম্যাচ হেরে শিরোপা খোয়াল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
মেসিবিহীন ম্যাচ হেরে শিরোপা খোয়াল ইন্টার মায়ামি

চোটের কারণে মাঠে নামতে পারলেন না মেসি। গ্যালারিতে বসেই দেখেছেন দলের খেলা।

তবে হতাশই হতে হয়েছে আর্জেন্টাইন এই তারকাকে। তার ক্লাব ইন্টার মায়ামিকে হারিয়ে শিরোপা নিয়ে যায় হিউসটন ডায়নামো।

আজ বাংলাদেশে সময় সকালে ইউএই ওপেনের ফাইনালে হিউসটন ডায়নামোর বিপক্ষে ২-১ ব্যবধানে হারে ইন্টার মায়ামি। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন জোসেফ মার্তিনেস।  

মেজর লিগ সকারে টরন্টো এফসির বিপক্ষে মাঠে নেমে শুরুর দিকেই চোট পান মেসি। কিছুক্ষণ পর ইনজুরিতে পড়েন আরেক তারকা জর্দি আলবাও। তাইতো তাদের ছাড়াই এই ম্যাচ খেলতে হয়েছে ইন্টার মায়ামিকে।  

তাদের ছাড়া খেলতে নেমে ৩৩ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে মায়ামি। গ্রিফিন ডর্সি ডায়নামোকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আমিন বাসি। শেষদিকে গিয়ে এক গোল শোধ করে মায়ামি। সান্ত্বনাসূচক এই গোলটি করেন জোসেফ মার্তিনেস।

চোটে পড়া মেসি না থাকায় তাই সবচেয়ে বেশি ভূগছে মায়ামি। ঠিক কবে তিনি ফিরবেন সেটি অবশ্য নিশ্চিত করেননি ক্লাবটির কোচ জেরার্দো মার্তিনো। তবে চলতি লিগ শেষ হওয়ার আগে মেসি অবশ্যই ফিরবেন বলে আশা প্রকাশ করেন মায়ামি কোচ।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।