ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

র‌্যাংকিং নিয়ে ভাবছেন না কাবরেরা

সিনিয়র করেপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মার্চ ২৪, ২০২৩
র‌্যাংকিং নিয়ে ভাবছেন না কাবরেরা

সিলেট থেকে: সামনেই সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার আগে সিশেলসের বিপক্ষে দুটি ম্যাচকে প্রস্তুতির অন্যতম ম্যাচ হিসেবে দেখছে বাংলাদেশ।

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে আগামীকাল (২৫ মার্চ) ও ২৮ মার্চ। বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে সিশেলস। তাই জয়ের প্রত্যাশাটা একটু বেশিই বলা যায়।  তবে র‌্যাংকিং নিয়ে ভাবছেন না বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা। জিততে হলে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন তিনি।

এর আগে ১০ দিন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছেন জামাল ভূঁইয়ারা। খেলেছেন দুটি প্রস্তুতিমূলক ম্যাচ। মদিনার ক্লাব উহুদ এফসি ও আফ্রিকার মালাউইর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে দুটোতেই ১-১ গোলে ড্র করেছে। সিশেলসের বিপক্ষে ম্যাচে সেই অভিজ্ঞতা খুব কাজে লাগবে বলে মনে করেন বাংলাদেশ কোচ।  

কাবেররা বলেন, ‘অবশ্যই, আমাদের লক্ষ্য দুই ম্যাচই জেতা। এটা সহজ চ্যালেঞ্জ হবে না। আমরা আরও ধারাবাহিকতা আনতে হবে। যেটা গত বছর ছিল না। সৌদিতে আমরা যেভাবে অনুশীলন করেছি সেটার প্রতিফলন এখানে ঘটাতে চাই। ’

কাবরেরার অধীনে ৮ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটিতে। হার ৫টি এবং ড্র দুটিতে। পরিসংখ্যানের চিত্র পাল্টাতে এবার জয়ের ধারাবাহিকতা চান স্প্যানিশ এই কোচ। গত বছর মাত্র একটি ম্যাচে জয় এসেছিল। সেটা কম্বোডিয়ার বিপক্ষে। কাবরেরা বলেন, ‘এই দুই ম্যাচ নিয়ে আমাদের আরও সিরিয়াস হওয়া উচিত। বাংলাদেশের সবাইকে দেখাতে চাই আমরা এই বছরটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের দুটি ম্যাচই জেতা দরকার, জিততে চাই। আমাদের মূল লক্ষ্য স্বাগতিক দর্শকদের সামনে ভালো খেলা। তাদেরকে গর্বিত করা। এরপর সাফ, বিশ্বকাপ বাছাই আছে। সমর্থকদের সমর্থন চাই আমরা। ’

সবশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২ তম। ৭ ধাপ পিছিয়ে ১৯৯ তে আছে সিশেলস। তবে সিশেলস যে কোন সময় বিপদজনক হয়ে উঠতে পারে বলে মনে করেন কাবরেরা। তিনি বলেন, ‘সিশেলসকে খাটো করে দেখা যাবে না। তারা ৭০ ধাপ উপরের দল কমোরোসকেও হারিয়ে দিয়েছে। তাই সিশেলস ছোট দল এটা বিশ্বাস করা যাবে না। এই ভুল করা যাবে না। ওরা শারীরিকভাবে শক্তিশালী দল। আক্রমণভাগে বেশ কয়েকজন আছে যারা পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমরা নিজেদেরকেই নিয়েই ভাবছি। ’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এআর/ এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।