ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

পর্তুগালকে স্তব্ধ করে বিরতিতে মরক্কো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, ডিসেম্বর ১০, ২০২২
পর্তুগালকে স্তব্ধ করে বিরতিতে মরক্কো

পর্তুগাল শক্তিশালী, কিন্তু এক বিন্দুও ছাড় দেয়নি মরক্কো। এমনি এমনিই তো আর কোয়ার্টার ফাইনালে পা রাখেনি তারা।

রূপকথার গল্পটা অব্যাহত রেখে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে আফ্রিকান দেশটি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে পর্তুগালের বিপক্ষে। ৪২ মিনিটে দুর্দান্ত এক হেডে গোলটি করেন ইউসুফ এন-নেসেরি।

আল থুমামা স্টেডিয়ামে এদিনও ক্রিস্টিয়ানো রোনালদোকে একাদশে রাখেননি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোকে ছাড়া আক্রমণে ছন্দ খুঁজে পাচ্ছিল না পর্তুগাল। মরক্কোর জমাটবাধা রক্ষণের কাছে বারবারই ধাক্কা খাচ্ছিল। ৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন জোয়াও ফেলিক্স। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সেটা তালুবন্দী করেন মরক্কো গোলরক্ষক বুনো।

প্রথমার্ধের বাকিটা সময়ে আর বুনোকে খুব একটা বিপদে ফেলতে পারেনি পর্তুগাল। অন্যদিকে পাল্টা আক্রমণে ভালোই জবাব দিচ্ছিল মরক্কো। প্রথমার্ধ যখন গোলশূন্য রূপ নিচ্ছিল ঠিক তখনই সফলতার মুখ দেখে তারা। ৪২ মিনিটে বাঁ প্রান্ত থেকে আতিয়াত আল্লাহর ক্রস লাফিয়ে মাথা ছোঁয়ান এন-নেসেরি। সেই হেড গোলরক্ষকে টপকে আশ্রয় নেয় পর্তুগালের জালে। তাতে স্তব্ধ হয়ে পড়ে পর্তুগাল শিবির।

সমতা ফেরানোর চেষ্টায় ৪৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেস দুর্দান্ত এক শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। পাশে পাননি ভাগ্যকে, বাকি ৪৫ মিনিট সময়ে পাবেন তো? 

বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।