ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ উত্তম কুমার

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ জুলাই ২০২০, শুক্রবার। ০৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮২৩- চিলিতে দাসপ্রথার বিলোপ।
১৮৬১- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস লং কারারুদ্ধ হন।
১৮৭৯- ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।
১৯১১- মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন।
১৯৪৬- সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৮৬- এডিনবয়ায় কমনওয়েলথ গেমস শুরু। ৩১টি দেশের ক্রিড়া বর্জন।

জন্ম
১৮০২- বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক আলেক্সাঁদ্র্ দ্যুমা।
১৮৫৭- ডেনমার্কের নোবেলজয়ী লেখক হেইনরিখ পন্টোপিডান।
১৮৯৮- ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে তার জন্ম। তার লেখায় বিশেষভাবে পাওয়া যায় বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোম ও গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা। সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তার অনেক গল্প ও উপন্যাসের বিষয়। সেখানে আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা। তার রচিত উপন্যাস, গল্প ও নাটক নিয়ে চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তার প্রয়াণ।

১৯৬৯- মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

মৃত্যু
১৮৭০- উনিশ শতকের সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ। মহাভারতের বাংলায় অনুবাদ এবং হুতোম প্যাঁচার নক্‌শা বইয়ের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন।

১৯৩৯- বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আবদুল করিম গজনভি।
১৯৭৫- বাঙালি কবি এবং অনুবাদক অরুণাচল বসু।
১৯৮০- বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়ক উত্তম কুমার।

তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। বাংলা চলচ্চিত্র জগতে তাকে ‘মহানায়ক’ আখ্যা দেওয়া হয়েছে। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি সফলভাবে মঞ্চেও অভিনয় করেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। তিনি বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছোটিসি মুলাকাত, অমানুষ এবং আনন্দ আশ্রম অন্যতম। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় দু’টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। প্রথমটি নায়ক এবং দ্বিতীয়টি চিড়িয়াখানা। রোমান্টিক ছবির ফাঁকে দু’একটা ভিন্ন স্বাদের ছবিতেও অভিনয় করেছেন উত্তর কুমার। এরমধ্যে একদিন সত্যজিৎ রায়ের কাছ থেকে ডাক পেলেন নায়ক ছবিতে অভিনয়ের জন্য।

১৯৮০- সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক বিনয় ঘোষ।
১৯৮৬- নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ফিৎস লিপম্যান।
১৯৯১- নোবেলজয়ী সুইডিশ ঔপন্যাসিক আইজাক সিঙ্গার।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
টিএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।