ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার। ১৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ। ২৯ সফর ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনা

১৮৫১- ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮- কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজখাল অবরোধমুক্ত হয়।

১৯২৩- কামাল পাশার নেতৃত্বে তুরস্ক স্বাধীনতা লাভ করে।

১৯২৯- যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ইতিহাসের সবচেয়ে বড় মহামন্দা বা ব্ল্যাক টুয়েজডের কবলে পড়ে।

১৯৬৪- টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।

২০১৫- ৩৫ বছর পর আলোচিত ‘এক সন্তান নীতি’ প্রত্যাহার করে চীন সরকার।

 

জন্ম

১৮৭৭- ব্রিটিশ ক্রিকেটার ও কোচ উইলফ্রেড রোডস।

১৮৭৯- জার্মান সৈনিক, রাজনীতিবিদ ও চ্যান্সেলর ফ্রাঞ্জ ভন পাপেন।

১৮৮২- ফরাসি লেখক ও নাট্যকার জাঁ গিরাউডউক্স।

১৯০৫- ব্রিটিশ লেখক হেনরি গ্রিন।

১৯১১- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী অনাথবন্ধু পাঁজা।

১৯৪১- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

তিনি পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৬৩ সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। এরপর তিনি টি-৩৩ ও এফ-৮৬ জেট প্লেনের ওপর কনভার্সন কোর্স সম্পন্ন করেন। মুক্তিযুদ্ধের শুরুর সময় তিনি বাংলদেশে অবস্থানকালে ভৈরবে মুক্তিযোদ্ধাদের জন্য একটি ট্রেনিং ক্যাম্প খোলেন। এরপর মে মাসে কর্মস্থল থেকে জঙ্গিবিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের লক্ষ্যে তিনি করাচি ফিরে যান।

সেখানে বিমানবাহিনীর সেফটি অফিসার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় রশিদ মিনহাজ নামে একজন শিক্ষানবিশ পাইলটকে অজ্ঞান করে একটি টি-৩৩ জেট প্লেন ছিনতাই করে বাংলাদেশ অভিমুখে রওনা দেন। বিপদবার্তা শত্রুদের কাছে পৌঁছালে আরও চারটি প্লেন মতিউর রহমানকে ধাওয়া করে। একপর্যায়ে মতিউরের সামনের আসনে বসে থাকা মিনহাজের জ্ঞান ফিরে এলে শুরু হয় ধস্তাধস্তি। ফলে ভারত-পাকিস্তান সীমান্তের খুব কাছে প্লেনটি মিনহাজসহ বিধ্বস্ত হয়; তখন নিজ আসন থেকে ছিটকে পড়ে শহীদ হন মতিউর রহমান। বাংলাদেশ সরকার মতিউর রহমানকে তার সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। পাকিস্তান সরকার মতিউর রহমানের মরদেহ করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করেছিল। পরবর্তীতে ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় ২৫ জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

১৯৪৭- ব্রিটিশ ইতিহাসবিদ রবার্ট সার্ভিস।

১৯৮১- তিনি ভারতীয় অভিনেত্রী রীমা সেন।

 

মৃত্যু

১৭৮৩- ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক জাঁ লে রন্ড ডি আলেম্বেরট।

১৯১১- মার্কিন সাংবাদিক ও সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজার।

১৯১৭- বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন।

১৯৮৬- গ্রিক অভিনেতা, গায়ক ও একাডেমিক মিমিস ফোটোপুলোস।

১৯৯৯- বেলজিয়ান লেখক ও চিত্রকর গ্রেগ।

২০১৩- বাংলাদেশি ক্রিকেটার শেখ সালাহউদ্দিন আহমেদ।

২০১৩- ব্রিটিশ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার গ্রাহাম স্টার্ক।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।