ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২০ জুলাই ২০১৯, শনিবার। ০৫ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ। ১৬ জিলকদ ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯০৫- ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।
১৯৪৭- মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত হয়।
১৯৫৪- ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।
১৯৭৪- তুর্কি ফৌজ উত্তর সাইপ্রাস দখল করে।
১৯৬৯- অ্যাপোলো-১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসেবে চাঁদের বুকে পা রাখেন।

২০ জুলাই গ্রিনিচ মান সময় ১২৩৬ পিএম এ নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণ করেন। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখার সময় তিনি বলেছিলেন, This is a small step for a man, but a giant leap for mankind. অর্থাৎ- এটি একজন মানুষের জন্য ক্ষুদ্র একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রযাত্রা। পরে আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র চাঁদে ২.৫ ঘণ্টা সময় কাটান।

জন্ম
১৭৮৫- উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ।
১৮২২- অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা গ্রেগর ইয়োহান মেন্ডেল।
১৯১৯- নিউজিল্যান্ডের পর্বতারোহী এবং অভিযাত্রী এডমুন্ড হিলারি।  
১৯৫০- ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা নাসিরুদ্দিন শাহ্।

মৃত্যু
১৮৬৬- বিখ্যাত জার্মান গণিতবিদ বের্নহার্ট রিমান।
১৯৫১- আরব বিদ্রোহের অন্যতম নেতা ও জর্ডানের প্রথম বাদশাহ প্রথম আবদুল্লাহ।
১৯৭৩- চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা ব্রুস লী।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।