ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

রূপসা-পাড়ের ‘সাদা-কালো’ জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
রূপসা-পাড়ের ‘সাদা-কালো’ জীবন ছবিগুলো রূপসার দু’পাড়ের বিভিন্ন এলাকা থেকে তোলা

আবহমান কাল ধরে বয়ে চলা রূপসী রূপসার তীর ঘেঁষে বিশাল জনগোষ্ঠীর বসবাস। নদীর পাড়ের সংগ্রামী এ মানুষেরা নানা ঘাত-প্রতিঘাত আর সংগ্রামের মধ্যে জীবন-জীবিকার পথ খুঁজে নেয়। এই নিম্ন আয়ের হাজারো মানুষের জীবনে আধুনিক সভ্যতার ‘লাল-নীল’ রঙ সহসা দেখা যায় না, তাদের জীবন যেন চিরতরে বাঁধা ‘সাদা-মাটা’ ফ্রেমে।

এই এই সাদা-মাটা জীবনযাত্রাই ‘সাদা-কালো’ ফ্রেমে বন্দি করেছে বাংলানিউজ। .নদীর মতোই বহমান নদীপাড়ের মানুষগুলোর জীবন।

নদীতে মাছ থাকে তো পেট চলে, মাছ মেলে না তো পেট চলে না। পরিবারের সদস্যদের পেট চালাতে মাছ শিকারে জাল ফেলছেন এক জেলে। .এখানে অনেকে রূপসার বুক চিরে যান্ত্রিক নৌকায় খেয়া পারাপারের মাঝি হিসেবে কাজ করেন। .কেউ কেউ সংগ্রহ করেন রেণু-পোনা। .জীবন যাদের অনিশ্চয়তায়, তাদের থেমে থাকার সুযোগ নেই। এক নারী ছুটছেন উপার্জনের খোঁজে। .অভাব-অনটন থাকা সত্ত্বেও কোনো কোনো পরিবারের শিশুরা পড়াশোনায় মনোযোগী হাসিমুখে। জীবনের গন্ডি তাদের ছোট হলেও, স্বপ্ন যেনো আকাশ ছোঁয়ার। .নদীর তীরে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরের দল। তাদের মাঝেই যেন বেঁচে আছে ঐতিহ্যের হা-ডু-ডু খেলা। .গন্তব্য পাশের শিক্ষালয়। নাতির হাতে ঘুরছে চরকি। .ঘরের উপার্জনক্ষম ব্যক্তিটি কখন আহারের ঝুলি নিয়ে ফিরবে, সেই প্রত্যাশায় পথপানে চেয়ে গৃহবধূ।

.জীবনের সঙ্গে লড়তে লড়তে কখন যে বেলা পড়ে এলো। তাই কি ভাবছেন এই বয়োবৃদ্ধ?

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।