ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাচারের সময় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার, জলাশয়ে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
পাচারের সময় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার, জলাশয়ে অবমুক্ত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পাচারের সময় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

শনিবার (২৬ নভেম্বর) সকালে পৌর শহরের চৌরাস্তা এলাকার একটি বাস থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

পরে দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলামসহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বনবিভাগ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।