ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় লোকালয় থেকে অজগর-গোখরা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
শরণখোলায় লোকালয় থেকে অজগর-গোখরা উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে চার ফুট লম্বা বিষধর একটি গোখরা সাপ ও ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালের দিকে শরণখোলা খুড়িয়াখালী গ্রামের হালিম জোমাদ্দারের বাড়ি থেকে গোখরা ও রিয়াদুল হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

দুপুরের দিকে সাপ দুইটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, লোকালয় থেকে উদ্ধার অজগর ও গোখরা সাপটি শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।