ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় ধরা পড়ল সাড়ে ৭ ফুটের গোখরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, জুন ১৬, ২০২২
পাথরঘাটায় ধরা পড়ল সাড়ে ৭ ফুটের গোখরা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় জালে ধরা পড়ল সাড়ে ৭ ফুট লম্বা একটি বিষধর গোখরা সাপ।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভা শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় সাপটি ধরা পড়ে।

স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তি বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে বাড়ি পাশের সবজি ক্ষেতে যান তার ভাবী মাজেদা বেগম। এ সময় মাজেদা দেখতে পান ক্ষেতের চারপাশে ঘের দেওয়া ইলিশের জালে একটি গোখরা সাপ আটকা পড়েছে। পরে তার ভাবী তাকে জানান। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটিকে জাল থেকে ছাড়িয়ে উদ্ধার করে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করার জন্য নিয়ে যান।

বন বিভাগ পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম বাংলানিউজকে বলেন, আমার কাছে খবর আসার পরেই সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত বিট কর্মকর্তাকে জানাই। তাকে সাপটি উদ্ধার করে হরিণঘাটা বনে অবমুক্ত করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।