ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাপ্তাই জাতীয় উদ্যানে ১৮ ফুট লম্বা অজগর অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, জুন ১, ২০২২
কাপ্তাই জাতীয় উদ্যানে ১৮ ফুট লম্বা অজগর অবমুক্ত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।  

বুধবার (১ জুন) সকালের দিকে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সার্বিক তত্ত্বাবধানে সাপটি অবমুক্ত করা হয়।

খন্দকার মাহমুদুল হক মুরাদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে কাপ্তাইয়ের নতুন বাজার সমতাঘাট এলাকায় স্থানীয় কাশেম নামে এক ব্যক্তির বাড়িতে অজগর সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে ওইদিন রাতেই অজগর সাপটি উদ্ধার করে। সাপটির লম্বায় ১৮ ফুট এবং ওজন প্রায় ২২ কেজি বলে তিনি জানান।  

এ সময় কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেনসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।