ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দৌলতদিয়ায় ধরা পড়েছে ২০ কেজির কাতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, মে ৮, ২০২২
দৌলতদিয়ায় ধরা পড়েছে ২০ কেজির কাতল ২০ কেজির কাতল।

রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ।

রোববার (৮ মে) সকাল ৯টার দিকে মাছটি ধরা পড়ে।

নদী থেকে কাতলটি দৌলতদিয়া ফেরিঘাটে আনলে মাছটি দেখতে অনেকে ভিড় জমায়।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাজাহান সেখ জানান, মাছটি জেলেদের কাছ থেকে প্রতি কেজি ১ হাজার ৩শ টাকা দরে মোট ২৬ হাজার টাকায় কিনেছি। এখন মাছটি প্রতি কেজি ১৪০০ টাকা দরে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করবো।

পদ্মা নদীতে মাঝে মধ্যে জেলেদের জালে বড় বড় কাতল, রুই, পাঙ্গাস, চিতল, বোয়ালসহ অনেক মাছ ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।