ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পানিহাতা সীমান্তে বন্যহাতির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
পানিহাতা সীমান্তে বন্যহাতির মরদেহ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে আবার একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

এনিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি হাতির মরদেহ উদ্ধার করা হলো।  

এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ পাওয়া যায়।  

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন এবং বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম এ তথ্য জানিয়েছেন।  

তবে হাতিটি কীভাবে মারা গেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

ঘটনাস্থলে থাকা বনবিভাগের মধুটিলা রেঞ্জের গোপালপুর বিট কর্মকর্তা মো. শাহআলম জানান, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পানিহাতা এলাকার মায়াঘাসি গ্রামে বন্যহাতির মরদেহটি দেখা যায়। বন্যহাতিটি পুরুষ, বয়স আনুমানিক দুই বছর। হাতিটি অসুস্থ হয়ে মারা যেতে পারে।  

ঘটনাস্থলে থাকা পরিবেশবাদী সংগঠন বার্ড কনজারভেশন অব শেরপুর-এর সভাপতি সুজয় মালাকার জানান, হাতিটির কেবল দাঁত উঠতে শুরু করেছিল। স্থানীয়রা গর্ত খুড়ে হাতিটি মাটিচাপা দিতে চেষ্টা করছেন।  

গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে বন্যহাতির দল পানিহাতা এলাকার লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিচ্ছিল। স্থানীয়রা বন্যহাতির কবল থেকে ক্ষেতের ফসল রক্ষায় চেষ্টা করছিলেন। গত ৯ নবেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় বিদ্যুতের ফাঁদে বন্যহাতি হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে বনবিভাগ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।