ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জেলের জালে ৩ মণের শুশুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
জেলের জালে ৩ মণের শুশুক শুশুক। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে জেলের মাছ ধরা ভেসালে ধরা পড়েছে প্রায় তিন মণ ওজনের একটি শুশুক।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার চৌকিঘাটা ঘাট সংলগ্ন একটি ভেসালে ধরা পড়ে এ শুশুকটি।

এটি দেখতে সকাল থেকেই গ্রামের দূর-দূরান্ত থেকে শতশত নারী-পুরুষ নদের পাড়ে ভিড় জমায়।  

মাছ ব্যবসায়ী মো. আব্দুল হাই বাংলানিউজকে জানান, সকালে কুমার নদে স্থানীয় মাছ ব্যবসায়ী তাপসের ভেসালে প্রায় তিন মণ ওজনের এই শুশুকটি ধরা পড়ে। পরে তার কাছ থেকে ওই শুশুকটি তিনি এক হাজার টাকায় কিনে নেন।  

স্থানীয় বাসিন্দারা জানান, কুমার নদের মাঝখানে প্রায়ই এ রকম প্রাণী দেখতে পান তারা। এ জাতীয় প্রাণী সংরক্ষণ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, এটি একটি স্তন্যপায়ী ‘ডলফিন’ প্রজাতির প্রাণী। এ জাতীয় প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারসহ নদীতে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে বলে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।