ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কমলগঞ্জে শঙ্খিনী সাপ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
কমলগঞ্জে শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার: লোকালয় থেকে শঙ্খিনী সাপ (ইংরেজি নাম: Banded Krait) উদ্ধার করেছে বনবিভাগের মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ। সাপটিকে ধরতে সহযোগিতা করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

শঙ্খিনী সাপটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অ্যাডভোকেট দিপু বাবুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে খবর পেয়ে বনবিভাগের মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এবং শ্রীমঙ্গল বন্যপ্রাণী অফিসের এফজি সুব্রত সরকার ও তাজুল ইসলাম সাপটি উদ্ধার করে। উদ্ধারের পর হলুদ ও কালো রঙের অপরূপ সুন্দর সাপটিকে লাউয়ছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর উদ্ধারকৃত সাপটিকে শিগগিরই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।