ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাজীপুরে সাফারি পার্কে জেব্রার নতুন অতিথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
গাজীপুরে সাফারি পার্কে জেব্রার নতুন অতিথি গাজীপুর, পার্ক, জেব্রা, শাবক

গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার ঘরে নতুন অতিথি এসেছে।  

সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে সাফারি পার্কের বেষ্টনীর ভেতর এ জেব্রা শাবকের জন্ম হয়।

 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে সাফারি পার্কে জেব্রা শাবকটির জন্ম হয়। পরে শাবকটি তার মায়ের সঙ্গেই পার্কেই ঘোরাফেরা করছে। জেব্রা শাবকটি পুরুষ। এনিয়ে এ বছর জেব্রার ৮টি শাবকের জন্ম হয়েছে। মা জেব্রা এবং শাবক উভয়ে সুস্থ এবং ভালো আছে। আগে পার্কে ১৪টি পুরুষ এবং ১৬টি মাদী জেব্রা ছিল। নতুন শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি খাওয়ানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।