ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রামুতে গোল্ডেন পাইথন প্রজাতির অজগর উদ্ধার, বনে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জুলাই ২৮, ২০২১
রামুতে গোল্ডেন পাইথন প্রজাতির অজগর উদ্ধার, বনে অবমুক্ত ...

কক্সবাজার: কক্সবাজারের রামুর কাউয়ারখোপে পাহাড়ি ঢলের সঙ্গে চলে আসা একটি ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি গোল্ডেন পাইথন প্রজাতির বলে শনাক্ত করেন সংশ্লিষ্টরা।

পরে এটি পাশের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

বুধাবর (২৮ জুলাই) সকালে কাউয়ারখোপ ইউনিয়নের পুর্ব কাউয়ারখোপ মৈষকুম গ্রামে হাসান তালুকদারের পোল্ট্রি ফার্মের সীমানায় বসানো জালে সাপটি আটকা পড়ে।

স্থানীয় বাসিন্দা জাফর আলম জানান, গত ২ দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাকঁখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানির সঙ্গে অজগর সাপটি চলে আসে এবং জালে আটকা পড়ে। বিষয়টি স্থানীয় পথচারীদের নজরে এলে আব্দুর ছালাম নামের এক যুবক সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের লোকজনসহ পাশের বাদইজ্জাকুম সংলগ্ন বনে অবমুক্ত করা সাপটি।

বনবিভাগের বাকঁখালী বিট কর্মকর্তা রবিউল হাসান বাংলানিউজকে জানান, সাপটি গোল্ডেন পাইথন প্রজাতির। এবং এটির ওজন প্রায় ২০ কেজি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।