ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

৫২ কেজির বাঘাইড় বিক্রি হলো ৫২ হাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০২১
৫২ কেজির বাঘাইড় বিক্রি হলো ৫২ হাজারে ৫২ কেজি ওজনের বাঘাইড়। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে।  

সোমবার (১৪ জুন) দুপুরে কাকিনা বাজারে মাছটি কেটে এক হাজার টাকা কেজিদরে বিক্রি করা হয়।

 

স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ধরলা নদী থেকে ৫২ কেজি ওজনের বাঘাইড় মাছটি স্থানীয় জেলেদের জালে আটকা পড়ে। মাছটি বিক্রি করতে ওই জেলেরা লালমনিরহাটের কাকিনা বাজারে এলে উৎসুক জনতা ভিড় জমায়। মাছটি বিক্রিতে একক কোনো ক্রেতা না পেয়ে স্থানীয়দের অনুরোধে জেলেরা মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয় ৫২ জন ক্রেতা ৫২ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।  

কাকিনা বাজারের ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, কুড়িগ্রামের জেলেরা মাছটি ধরলা নদী থেকে ধরে কাকিনা বাজারে বিক্রি করতে আসেন। এ সময় স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে এক হাজার টাকা কেজিদরে মাছটি কিনে নেন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad