ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বলেশ্বরে জেলের জালে ২ কোরাল, ওজন ৫০ কেজি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
বলেশ্বরে জেলের জালে ২ কোরাল, ওজন ৫০ কেজি ২৮ কেজির কোরাল। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ ও ২২ কেজি ওজনের দুটি কোরাল।

শনিবার (১৩ মার্চ) বিকেলে পাথরঘাটা বাজারে মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন ফোরকান নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী।

সেখানে প্রতি কেজি মাছ ১১০০ টাকায় বিক্রি হয়।

পদ্মা গ্রামের বিক্রেতা ফোরকান জানান, বলেশ্বর নদীতে এক জেলের জালে দুটি কোরাল মাছ ধরা পড়ে। পরে রহিতা মাছ বাজার থেকে ওই দুইটি মাছ কিনে পাথরঘাটা বাজারে নিয়ে আসা হয়। এর মধ্যে একটি মাছের ওজন ২৮ ও অপরটির ওজন ২২ কেজি।  

প্রত্যক্ষদর্শী মো. সুমন মিয়া জানান, এতো বেশি ওজনের কোরাল মাছ বহু বছর আগে দেখা যেত। কয়েক বছর ধরে কোরাল মাছ তেমন একটা পাওয়াই যায় না। মাছ দুটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় করে বাজারে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।