ঢাকা, মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

পরিবেশ ও জীববৈচিত্র্য

সোনাছড়া চা বাগান থেকে সাপখেকো শঙ্খিনী সাপ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০২১
সোনাছড়া চা বাগান থেকে সাপখেকো শঙ্খিনী সাপ উদ্ধার সাপখেকো শঙ্খিনী সাপ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগান থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। এর ইংরেজি নাম ব্যান্ডেড ক্রাইট।

এই সাপটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ। এরা ছোট প্রজাতির অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে।

মঙ্গলবার (০২ মার্চ) রাতে উদ্ধারের পর সাপটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া চা-বাগানের কাঞ্চন নায়েক রাস্তায় এই শঙ্খিনী সাপটিকে স্থানীয় এক চা শ্রমিক দেখতে পায়। এতে বাগান এলাকার লোকজন জড়ো হয়ে বিষধর এ সাপটিকে মারার প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় লোকজন আমাকে খবর দিলে আমি দ্রুত সাপটিকে উদ্ধার করে আনি।

সজল দেব জানান, বুধবার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে সাপটি।

তিনি আরও জানান, শঙ্খিনী সাপ নিশাচর প্রাণী। এক সময় এ সাপটি সচরাচর জমি বা খেতের আলে দেখা যেতো। তবে জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এ সাপটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সে আহার হিসেবে সব ধরনের সাপ খেতেই অভ্যস্ত। আর এই সাপটি অন্য কোনও খাবার খায় না বলেও জানান সজল দেব।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
বিবিবি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa