ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাফারি পার্কে ভাল্লুক পরিবারে এলো আরও ২ অতিথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
সাফারি পার্কে ভাল্লুক পরিবারে এলো আরও ২ অতিথি ভাল্লুকের দুই শাকব ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি ভাল্লুক শাবকের জন্ম হয়েছে। এ নিয়ে পার্কে এ দুইটি শাবকসহ ভাল্লুকের সংখ্যা ১৫টি।



বুধবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, গত ৫ জানুয়ারি পার্কের ভেতর ভাল্লুক বেষ্টনীতে ওই শাবক দুইটির জন্ম হয়। তবে, এখন পর্যন্ত ভাল্লুক শাবক দুটির চোখ ফুটেনি। এ নিয়ে পার্কে এ দুইটি শাবকসহ ভাল্লুকের সংখ্যা ১৫টি। শাবক দুইটি তাদের মায়ের দুধ পান ছাড়া অন্য কোনো খাবার খাচ্ছে না। ভাল্লুক সাধারণত ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে আবদ্ধ পরিবেশে ৩০ থেকে ৩৫ বছর পর্যন্তও বাঁচতে পারে। মা ভাল্লুক ও শাবক দুটিকে আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে। শাবক দুটি পুরুষ না মাদী তা এখনো জানা যায়নি। তবে সদ্য জন্ম নেওয়া ভাল্লুক শাবক দুটি তাদের মায়ের সঙ্গে সুস্থ এবং স্বাভাবিকভাবে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।