ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

‘সেভ দ্যা ন্যাচার’-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
‘সেভ দ্যা ন্যাচার’-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঢাকা: মো. জামসেদুল হক জুয়েল সভাপতি ও মো. আব্দুল হক হিরনকে সাধারণ সম্পাদক করে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

বেলা ৩টার দিকে এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।  

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জামসেদুল হক জুয়েল।  

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বিজন রোজারিও, সহ সভাপতি মো. আব্দুল আজিজ খান, মো. মোশাররফ হোসেন আলমগীর, নাসিম উদ্দিনসহ অন্যান্যরা। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক হিরন।

সংবাদ সম্মেলনে ২১টি দাবিসহ পরিবেশ-প্রকৃতি, জীব-বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও বন্যপ্রাণী সুরক্ষার লক্ষ্যে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. জামসেদুল হক জুয়েলকে সভাপতি, মো. আব্দুল হক হিরনকে সাধারণ সম্পাদক ও নূর আলম লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ১০৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি  ২০, ২০২১
আরকেআর/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।