ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাতীবান্ধায় শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
হাতীবান্ধায় শকুন উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে দক্ষিণ গোতামারী এলাকায় একটি শকুন দেখতে পান স্থানীয়রা। পরে গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করে। শকুন উদ্ধারের খবরে ওই গ্রামে ভিড় জমায় শতশত জনতা। শকুন উদ্ধারের বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনকে অবগত করেন গ্রামবাসী।

ওই গ্রামের সোহেল রানা বলেন, শকুন তো এখন আর দেখাই যায় না। সেই শকুন উদ্ধারের খবরে অনেকেই দেখতে আসছেন। শকুনটি ভালোভাবে উড়তে পারছে না। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বাংলানিউজকে বলেন, উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি অবগত করে শকুনটিকে উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, শকুনটি অসুস্থ রয়েছে বলে আকাশে উড়তে পারছে না। শকুনটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।