ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাড়ির চাকায় পিষ্ট দাঁড়াশ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
গাড়ির চাকায় পিষ্ট দাঁড়াশ পিষ্ট হওয়া দাঁড়াশ সাপ, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে একটি দাঁড়াশ সাপের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা সায়েদ আলী মৃত সাপটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের সাপটির বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।

ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় সাপটির মৃত্যু হতে পারে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, এটি দাঁড়াশ প্রজাতির নির্বিষ সাপ। বনে খাদ্যের সংকট সৃষ্টি হলে বনের প্রাণীরা প্রায় সময় সড়ক ও লোকালয়ে চলে আসে। প্রায় সময় বন্যপ্রাণীরা খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ হারাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।