ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় ৩ ফুট অজগর অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
পাথরঘাটায় ৩ ফুট অজগর অবমুক্ত পাথরঘাটায় ৩ ফুট অজগর অবমুক্ত। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি সংরক্ষিত বনে তিন ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৩১জুলাই) বিকেলে উপজেলার টেংরা বন কেন্দ্রে সাপটি অবমুক্ত করা হয়।

এর আগে, দুপুর ১২টায় উপজেলার রুহিতা গ্রামের পনু চাপরাসির বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করেন ভিটিআরটির সদস্য আবুবকর দুলাল ও ইব্রাহিম সাজ্জাল।

টেংরা বনকেন্দ্রের বিট কর্মকর্তা সাইদুল হক বাংলানিউজকে জানান, ভিটিআরটির সদস্যরা সাপটি উদ্ধার করে বনবিভাগকে জানালে দ্রুত টেংরা বনে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।