ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

করোনাকালে গাজীপুর সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ২৯, ২০২০
করোনাকালে গাজীপুর সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি দুধ পান করছে জেব্রার শাবক। ছবি: বাংলানিউজ

গাজীপুর: মহামারি করোনাকালে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে এলো নতুন অতিথি।

রোববার (২৮ জুন) জেব্রা পরিবারের এই নতুন অতিথির জন্ম হয়। এ নিয়ে গত তিন মাসে বঙ্গবন্ধু সাফারি পার্কে চারটি জেব্রার জন্ম হয়েছে।

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, পার্কের ভেতরে বেষ্টনিতে একটি জেব্রার শাবকের জন্ম হয়। তবে জেব্রার শাবকটি নারী না পুরুষ তা জানা যায়নি। মা জেব্রা ও তার শাবক দুটি ভালো এবং সুস্থ আছে। দুধ পান করছে জেব্রার শাবক।  ছবি: বাংলানিউজ তারা স্বাভাবিকভাবেই রয়েছে। গত এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত এ নিয়ে চারটি জেব্রার শাবকের জন্ম হলো। মা জেব্রা এবং শাবকটির আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বন্ধ থাকায় এ পার্কের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এ পরিবেশটি বন্য প্রাণীদের জন্য উপযুক্ত।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৯, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad