ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিলে মিললো আড়াই মণ ওজনের শুশুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২০
বিলে মিললো আড়াই মণ ওজনের শুশুক

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া বিলে মিললো আড়াই মণ ওজনের শুশুক (ফ্রেস ওয়াটার ডলফিন)।

শুক্রবার (২৬ জুন) সকালে বিলটি থেকে অর্ধমৃত অবস্থায় শুশুকটি ধরা পড়ে। এসময় শুশুকটি এক নজর দেখতে শতশত মানুষ ভিড় করে।

 

স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে শুশুকটি বিলের পানিতে ভেসে উঠে। এসময় এটি দেখে অনেকেই ভাবছিলেন হয়তো কারও গরু পানিতে পড়ে গেছে। পরে উদ্ধারের পর দেখা যায় এটি গরু নয় শুশুক। মাছটি ওজন প্রায় ১০৫ কেজি ও দৈর্ঘ্য ৭ ফুট।

স্থানীয় তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad