ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

ওয়ান ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, সেপ্টেম্বর ৩, ২০১৯
ওয়ান ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ান ব্যাংকের করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) আওতায় গত ৩০ আগস্ট চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের শেখ হাসিনা অ্যাভিনিউ (উত্তর) সড়কের পাশে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এই কর্মসূচির আওতায় শেখ হাসিনা অ্যাভিনিউ সড়কের এক পাশের প্রায় দুই কিলোমিটারেরও অধিক এলাকাজুড়ে বাংলাদেশের আদি বৃক্ষ জারুল, বকুল ও সোনালো- এই তিন প্রকারের চারা রোপন করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই পুরো কার্যক্রম সম্পন্ন করা হবে।  

ওই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটির সম্মানিত নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এছাড়াও কর্মসূচিতে বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটি ও ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।