ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আটকে পড়া বেজিকে বাঁচালো ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৪, জুন ২, ২০১৯
আটকে পড়া বেজিকে বাঁচালো ফায়ার সার্ভিস আটকে পড়া বেজিকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহাগরীতে আটকে পড়া একটি বেজিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

শনিবার (০১ জুন) বিকেলে মহানগরীর কাদিরগঞ্জ নগর ভবনের সামনের আরেকটি ভবন থেকে এই প্রাণীটিকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে কাদিরগঞ্জ নগর ভবনের সামনের পাঁচতলার একটি ভবনের তিনতলার বিজ্ঞাপনের বোর্ডের ফাঁকে একটি বেজির মাথা আটকে যায়।

এতে বেজিটি আটকা পড়ে। অনেক চেষ্টা করে এলাকাবাসী তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেজিটিকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।