ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সৈয়দপুরে উদ্ধার হওয়া শকুনটি বনবিভাগে হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৬, ডিসেম্বর ৬, ২০১৮
সৈয়দপুরে উদ্ধার হওয়া শকুনটি বনবিভাগে হস্তান্তর উদ্ধার হওয়া শকুন পাখি। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া শকুনটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বুধবার (০৫ ডিসেম্বর) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রাম থেকে শকুন পাখিটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাটোয়ারীপাড়া গ্রাম থেকে 
অসুস্থ অবস্থায় শকুন পাখিটি উদ্ধার করা হয়।

পরে পাখিটিকে পরিচর্যার জন্য সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া, সামাজিক বন বিভাগের কর্মকর্তা এবং  প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমআরএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।