ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জানকিছড়া রেসকিউ সেন্টারে নতুন অতিথি 

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জানকিছড়া রেসকিউ সেন্টারে নতুন অতিথি  জানকিছড়ার রেসকিউ সেন্টারের ছোট বানরছানা।

মৌলভীবাজার: গৃহবন্দি অবস্থা থেকে একটি ছোট বানরকে উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ। সে এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে নতুন অতিথি। পর্যবেক্ষণের জন্য খাঁচায় রাখা হয়েছে তাকে।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, সোমবার (২৬ নভেম্বর) রাতে বানরটি কমলগঞ্জ উপজেলার আলীনগর থেকে উদ্ধার করে আনা হয়। এ বানরটি একজন নাকি পাঁচশ টাকা দিয়ে কিনেছিলেন।

 
 
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে জানকিছড়ায় দিয়ে দেখা যায় বানরছানাটি মজা করে গাজর খাচ্ছে। এখানে আরো দুটো বানর রয়েছে। একটি বড় আকারের অপরটি মাঝারি। বড় আকারের বানরটি খুবই চঞ্চল এবং হিংস্র প্রকৃতির। মানুষ দেখতেই কামড়ে দিতে চায়। মাঝারি বানরটি আপক্ষাকৃত শান্ত।
 
জানকিছড়া রেসকিউ সেন্টারে দায়িত্ব পালনকারী মো. শফিক বলেন, বড় বানরটি প্রায় এক বছর আগে এবং মাঝারি বানরটি ছয়/সাত মাস আগে এখানে এসেছে।
 
নতুন বানরটি কিছুদিন লালনপালন করে বড় হলে বনে অবমুক্ত করা হবে বলে জানান রেঞ্জকর্মকর্তা মোনায়েম হোসেন।
  
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা,  নভেম্বর ২৮, ২০১৮
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।