ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

প্রাণে রক্ষা পেলো ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
প্রাণে রক্ষা পেলো ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটি  উদ্ধার করা অজগর/ছবি: বাংলানিউজ 

মৌলভীবাজার: নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। 

শনিবার (২০ অক্টোবর) দুপুরে অজগর সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। এখন সাপটি স্বাভাবিক অবস্থায় রয়েছে।

 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ইছবপুর এলাকায় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পেয়ে লোকজন জড়ো হয় সাপটিকে মারার জন্য। পরে ঘটনাস্থল থেকে পশ্চিম ভাড়াউড়ার জনৈক হান্নান নামে একজন আমাকে খবর দিলে আমি গিয়ে প্রাপ্তবয়স্ক এ অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি।  

প্রশান্ত দেবের বাড়িতে পাওয়া সাপটি ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বলেও জানান তিনি।

প্রয়োজনীয় খাবার দিয়ে কিছুদিন পর্যবেক্ষণে রেখে তারপর সাপটিকে পুনরায় বনে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান সজল দেব।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮ 
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।