ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নাটোরে ট্রেনের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
নাটোরে ট্রেনের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু ট্রেনের ধাক্কায় মৃত মেছো বাঘটি

নাটোর: নাটোরে ট্রেনের ধাক্কায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্ত্তী স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সকালে আমহাটী এলাকার রেলওয়ের বাইনাকোলা ব্রিজের ওপর মেছো বাঘটি বসে ছিল। এ সময় লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বাঘটি মারা যায়।

প্রায় ১৫ কেজি ওজনের ৪০ ইঞ্চি লম্বা বাঘটি দেখতে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে ওই এলাকায়।  

ওই এলাকার জলা সংলগ্ন ঝোপঝাড়ে দীর্ঘদিন ধরে মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বাস করে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।