ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বসতঘরের মাটির নিচে শতাধিক সাপ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
বসতঘরের মাটির নিচে শতাধিক সাপ  উদ্ধার করা সাপগুলো। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার মো. রেজাউল করিম নামে এক ব্যক্তির বসতঘর থেকে একটি পূর্ণবয়স্ক সাপসহ শতাধিক বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।রোববার (৮ জুলাই) দুপুরে সাপগুলো উদ্ধার করে এলাকাবাসী। 

এলাকাবসীরা জানায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির আশপাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো। স্থানীয় কয়েক যুবক সাপের চলাচল লক্ষ্য করে দেখে বসতঘরের দিকেই যাচ্ছে সাপগুলো।

ধারণা করা হয়, ঘরের মেঝের নিচে সাপের বাসা রয়েছে।

এরপর রেজাউলের বাসার মেঝের একটি অংশ ভাঙা হলে সাপগুলো দেখতে পায় স্থানীয়রা। মেঝের মাটির নিচের একটা অংশজুড়ে ছিল সাপের বাসা। পরে সাপগুলোকে মেরে ফেলা হয়।  

বাড়ির মালিক রেজাউল করিম বলেন, ‘আমার বাসায় ভেতরে এমন বিষধর সাপ বাসা বেধেছিল আমরা কেউ বুঝতে পারিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপগুলো বের করে মেরে ফেলা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।