ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

বসত ঘর থেকে বেরিয়ে এলো ২৪৫ সাপের বাচ্চা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ৯, ২০১৮
বসত ঘর থেকে বেরিয়ে এলো ২৪৫ সাপের বাচ্চা উদ্ধারকৃত সাপের বাচ্চা। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় উজ্জ্বল হোসেন (৪৫) নামে এক কাঠ মিস্ত্রির বাড়ির বসত ঘর থেকে ২৪৫টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ মে) দুপুরে বাচ্চাগুলো উদ্ধার করা হয়। উজ্জ্বল হোসেন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ম‍ৃত আব্দুর রহমানের ছেলে।

উজ্জ্বল হোসেন বাংলানিউজকে জানান, তার স্ত্রী দুপুরে নিজ শয়ন ঘরের মেঝেতে সাপের বাচ্চা দেখতে পান। এরপর সাপের বাচ্চাটিকে মেরে ফেলতে গেলে ঘরের এক কোনায় রাখা টিভি ট্রলির নিচে চলে যায়। পরিবারের লোকজন ট্রলি সরিয়ে ফেললে নিচে একটি গর্ত দেখতে পান। পরে গর্ত খুঁড়ে ২৪৫টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। সেই সঙ্গে বেশ কিছু ডিমও পাওয়া গেছে। পরে সাপের বাচ্চাগুলো মেরে ফেলা হয়।

ঘটনাটি জানাজানি হলে গ্রামের আশপাশের উৎসক জনতা সাপের বাচ্চাগুলো দেখতে ভিড় জমায় উজ্জ্বল হোসেনের বাড়িতে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।