ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

ফেনীতে লোকালয়ে ধরা পড়লো ৭ ফুট অজগর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
ফেনীতে লোকালয়ে ধরা পড়লো ৭ ফুট অজগর ফেনীতে লোকালয়ে ধরা পড়লো ৭ ফুট অজগর। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুরের লোকালয় থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার হয়েছে।

শুক্রবার (০৬ এপ্রিল) সকালে ওই এলাকার চান্দলা শাহ আলমের বাড়ির পাশে একটি কড়াই গাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

ফেনী সামাজিক বন বিভাগ ফুলগাজী উপজেলা বন কর্মকর্তা কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, ওই এলাকার শাহ আলমে বাড়ির পাশে লম্বা অজগরটিকে দেখে স্থানীয়রা ডাক চিৎকার দেয়।

এতে সাপটি একটি কড়াই গাছে উঠে অবস্থান নেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অজগরটিতে দেখতে ওই গাছের নিচে উৎসুক জনতা ভিড় করেন। ওই গাছ থেকে কোনোভাবেই অজগরটিকে নামানো যাচ্ছিল না।

পরে ফুলগাজী ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে একজন সাপুরের সাহায্যে এটিকে নিচে নামাতে সক্ষম হয়।

ওই কর্মকর্তা আরও জানান, অজগরটিকে পশুরাম উপজেলার বিলোনীয় রিজার্ভ ফরেস্টের অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।