ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাজীপুরে সাফারি পার্কে বাঘিনীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, এপ্রিল ১, ২০১৮
গাজীপুরে সাফারি পার্কে বাঘিনীর মৃত্যু বাঘিনী (ছবি: সংগৃহীত)

গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিনপেয়ে এক বাঘিনী মারা গেছে।

রোববার (০১ এপ্রিল) সকালে পার্কে ভেতরে বাঘিনীটি মারা গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন।  দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলো বাঘিনীটি।

মোতালেব হোসেন জানান, ২০১২ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যায় এক পা কাটা অবস্থায় খুলনা জেলার কয়রা উপজেলার লোকালয়ে ঢুকে পড়ে এ বাঘিনী। খবর পেয়ে বন বিভাগ ও বন্যপ্রাণি ট্রাস্টের কর্মীরা উদ্ধার করে বাঘিনীটিকে। সেখান থেকে বাঘিনীটিকে প্রথমে  ঢাকায়, পরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।

পরে ২০১৩ সালের ২৪ মে বাঘিনীকে আনা হয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। সেখানে দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোববার সকালে বাঘিনীটি মারা যায়। মারা যাওয়া বাঘিনীটির বয়স হয়েছিলো প্রায় ১৯ বছর।

ময়নাতদন্ত শেষে বাঘিনীটির চামড়া রেখে পার্কের ভেতর মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান মোতালেব হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।