ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

কমলগঞ্জে পাখি আটকের জাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
কমলগঞ্জে পাখি আটকের জাল জব্দ জব্দকৃত জাল। ছবি- বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে পাখি আটকের তিন শত মিটার জাল জব্দ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শমসেরনগর এলাকার দেওড়াছড়া গ্রাম থেকে এ জাল জব্দ করা হয়।  

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার দেওড়াছড়া গ্রামে অভিযান চালিয়ে তিন শত মিটার পাখি শিকারের জাল জব্দ করা হয়।

জাল গুলো দিয়ে ফাঁদ পেতে রেখে ছিল স্থানীয় অসাধু ব্যক্তিরা।

এখানে  চার-পাঁচ একর জলাশয়ে হাজার হাজার পাতি-শরালিদের (Lesser Whistling Duck) লক্ষ্য করা গেছে বলে জানান এসিএফ তবিবুর।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
বিবিবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।