ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

লক্ষ্মীপেঁচার ছানা দু’টি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
লক্ষ্মীপেঁচার ছানা দু’টি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে লক্ষ্মীপেঁচার ছানা দু'টি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে। ছবি- বাংলানিউজ 

মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকা থেকে দুপুরে উদ্ধার হওয়া লক্ষ্মপেঁচার দু’টি ছানাকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। বনবিভাগের একজন কর্মীকে রাখা হয়েছে ছানা দু’টিকে দেখভালের জন্য।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, লক্ষ্মীপেঁচার ছানা দু’টি ভানুগাছ এলাকায় পড়ে ছিলো। সংবাদ পেয়ে বন্যপ্রাণী বিভাগের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসে।

বর্তমানে ছানাগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানছিছড়া বিটের রেসকিউ সেন্টারে একজনের নজরদারিতে রয়েছে।
 
তবিবুর রহমান আরো বলেন, এরা নিশাচর প্রাণী। দিনে তারা ভালো দেখতে পায়না। তাই আজ রাতে তাদের ছেড়ে দিয়ে দেখা হবে ওরা উড়তে পারি কি না।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা সূত্র জানায়, প্রাকৃতিক পরিবেশ নষ্ট এবং আবাসস্থল ধ্বংসের ফলে বর্তমানে লক্ষ্মীপেঁচা (Common Barn Owl) বিপন্ন হয়ে পড়েছে। এরা আকারে কবুতরের মতো। দৈর্ঘ্য প্রায় ৩৬ সেন্টিমিটার।
 
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।