ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৌলভীবাজারে বন উজার বিষয়ক কর্মশালা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
মৌলভীবাজারে বন উজার বিষয়ক কর্মশালা বন বিষয়ক কর্মশালা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বন উজার এবং অবক্ষয় রোধে নীতিমালা ও পদক্ষেপগুলো সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শ্রীমঙ্গলের গ্রেন্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এর নৌমি মঞ্জিলে সম্পন্ন হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কর্মশালায় ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক, ইউএন-রেড বাংলাদেশ জাতীয় কর্মসূচির প্রকল্প পরিচালক এবং সিলেট ও মৌলভীবাজারের জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ সম্পর্কিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আরএসএম মনিরুল ইসলাম।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধিন বন অধিদফতরের বন সংরক্ষক (সিএফ) এবং ইউএন-রেড বাংলাদেশ জাতীয় কর্মসূচির প্রকল্প পরিচালক রফিকুল হাসান মুকুল।

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো, সিলেট পরিবেশ অধিদফতরের নির্বাহী পরিচালক (ডিডি) আলতাফ হোসেন, ক্রেল প্রজেক্ট সিলেট এর ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী পলাশ সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বিবিবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।