ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাজশাহী চিড়িয়াখানা থেকে উধাও হওয়া অজগরটি উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
রাজশাহী চিড়িয়াখানা থেকে উধাও হওয়া অজগরটি উদ্ধার রাজশাহী চিড়িয়াখানা থেকে উধাও হওয়া অজগরটি উদ্ধার

রাজশাহী: আড়াই বছর আগে রাজশাহী চিড়িয়াখানা থেকে উধাও হয়ে যাওয়া অজগর সাপটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৪ সেপ্টম্বর) রাত সাড়ে ১১টায় রাজশাহী জেলা জজের বাংলোর পাশের আখ ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাতেই রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল চিড়িয়াখানাতে অজগরটি অবমুক্ত করেন।

রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার তত্বাবধায়ক ও ভ্যাটেনরি সার্জন ডা. ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ২৪ এপ্রিল সাপটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সাপটি ১০ থেকে ১২ ফিট লম্বা ছিলো। ওজন ছিলো ৭ থেকে ৮ কেজি। কিন্তু এখন সাপটি লম্বায় ১৮ থেকে ১৯ ফিট হয়ে গেছে। সেই সঙ্গে ওজনও হয়েছে ২৫ কেজি।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad