ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মুকসুদপুরে আটক মেছো বাঘ অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, ফেব্রুয়ারি ১০, ২০১৭
মুকসুদপুরে আটক মেছো বাঘ অবমুক্ত মুকসুদপুরে আটক মেছো বাঘ অবমুক্ত-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাগান থেকে আটক মেছো বাঘটি অবমুক্ত করা হয়েছে। এর আগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পশারগাতি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মান্নান মিয়ার বাগানে ফাঁদ পেতে বাঘটিকে আটক করে এলাকাবাসী।

পরে বন বিভাগের সহায়তায় বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেছো বাঘটি মুকসুদপুরের একটি বনে ছেড়ে দেওয়া হয়।
 
ইউপি সদস্য মান্নান মোবাইলফোনে বাংলানিউজকে জানান, পাঁচ/ছয় মাস ধরে গ্রামবাসীর হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিলো।

পরে বিষয়টি নিয়ে গ্রামবাসী তল্লাশি চালালে ওই বাগানের মধ্যে হাঁস-মুরগির লোম ও মেছো বাঘটিকে পাওয়া যায়। এক পর্যায়ে ফাঁদ পেতে আটক করা হয়।

মুকসুদপুর বন কর্মকর্তা তাপস সেন গুপ্ত বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে আটক মেছো বাঘটি মুকসুদপুরের একটি বনে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।