ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঝালকাঠিতে উদ্ধার হওয়া প্রাণীর নাম নিয়ে বিড়াম্বনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, জানুয়ারি ২৭, ২০১৭
ঝালকাঠিতে উদ্ধার হওয়া প্রাণীর নাম নিয়ে বিড়াম্বনা ঝালকাঠিতে উদ্ধার হওয়া প্রাণীর নাম নিয়ে বিড়াম্বনা-ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় উদ্ধার হওয়া প্রাণীর নাম নিয়ে বিড়াম্বনার সৃষ্টি হয়েছে। প্রাণীটির নাম কি তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না।

মাথায় আঘাত পাওয়া প্রাণীটির শারীরিক ‍অবস্থা শুক্রবার (২৭ জানুয়ারি) কিছুটা ভালো। এর আগে বৃহস্পতিবার উপজেলার মল্লিকপুর গ্রাম থেকে প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের জিম্মায় দেয় স্থানীয়রা।

ওই দিন রাত ৯টার দিকে বন বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে নিয়ে গেছে, জানিয়েছেন নলছিটি থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) একেএম সুলতান মাহমুদ।

ঝালকাঠি জেলার বন কর্মকর্তা সৈয়দ নুরুজ্জামান জানান, স্থানীয় পশু হাসপাতালে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পাওয়া প্রাণীটির চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।