ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

পৃথিবীবাসীকে শুভেচ্ছা জানালো বর্মঘেরা ছোট্ট প্রাণী

কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, নভেম্বর ২৬, ২০১৩
পৃথিবীবাসীকে শুভেচ্ছা জানালো বর্মঘেরা ছোট্ট প্রাণী

অ্যাজটেকরা এর নাম দিয়েছিল ছোট্ট বর্মঘেরা প্রাণী। নামের স্বার্থকতা রয়েছে বটে।

নিজেদের আড়ালে রাখতে আর্মাডিলোরা ভুবনখ্যাত।

নতুন জন্ম নেওয়া এই আর্মাডিলোটিও এর ব্যতিক্রম নয়। গত ২৬ সেপ্টেম্বর জার্মানির হ্যালে শহরে জন্ম নেওয়া আর্মাডিলো এডি প্রথমবারের মতো শুভেচ্ছা জানালো পৃথিবীবাসীকে।
অনেকটা তিনস্তরে খোলসে ঢাকা এডিকে প্রথম দর্শনে মনে হতে পারে একটি কাঠের বল।

ঠিক এ মুহূর্তের একটু পরেই প্রথমবারের মতো পৃথিবীকে নিজের ভাষায় স্বাগত জানায় শিশু আর্মাডিলো এডি।

বাবার খোঁচা খাওয়ার পরই নিজেকে উন্মুক্ত করতে শুরু করে সে। এজন্য ধন্যবাদ এডির বাবা ট্যাটুকে।

বাইরে তাকে নিয়ে কি হচ্ছে তা বুঝে ওঠার জন্য বাবার সাহায্যে খোলস থেকে নাক বের করে দেয় এডি।
স্তন্যপায়ী পিঁপড়েখেকো ‘অ্যান্টইটার’ ও গাছের শাখানিবাসী শ্লথগতির ‘স্লোথের’ মতো আর্মাডিলোর উৎপত্তিও দক্ষিণ আফ্রিকায়।

সবার অধীর অপেক্ষার অবসান ঘটাতে ধীরে ধীরে নিজেকে সবার সামনে মেলে ধরছে এডি।

এডি ও ট্যাটু দু’জনেই ইউরোপের পরিচিত আর্মাডিলো প্রজাতির সদস্য। তাদের খোলসটি তিন খণ্ডে বিভক্ত।

মধ্য আমেরিকায় অবশ্য নয় খণ্ডে বিভক্ত খোলসের আর্মাডিলোও রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।