ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

না.গঞ্জে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে বিরল প্রজাতির বণ্যপ্রাণী তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

বুধবার বিকেল সোয়া ৪টায় হরিহরপাড়া শান্তিনগর এলাকার মাসুমের বাড়ির সামনে থেকে তক্ষক দুটি উদ্ধার করা হয়।



আটক দুই পাচারকারী হলেন- মো. সিরাজুল ইসলাম (৩২) ও মোতালিব হোসেন (৩৮)। সিরাজ কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মৃত অছিম উদ্দিন সরকারের ছেলে ও মোতালিব ফতুল্লা  নবীনগর এলাকার মৃত আদম আলীর ছেলে।

নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ পন্থায় বিরল বণ্যপ্রাণী তক্ষক সংগ্রহ করে দুই পাচারকারী সিরাজ ও মোতালেব ফতুল্লার হরিহর শান্তিনগর এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার মাসুমের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তক্ষকসহ সিরাজ ও মোতালেবকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক ব্যবসায়ী ও বিরল প্রজাতির তক্ষকটি ফতুল্লা থানায় আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
টিএইচ/এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।