ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

কক্সবাজারে মহাবিপন্ন বনরুই উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
কক্সবাজারে মহাবিপন্ন বনরুই উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন শহরের সমিতিপাড়া এলাকা থেকে একটি মহাবিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অতি বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) জেলা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, ফয়সাল নামে এক যুবক বনরুইটি দেখতে পেয়ে ধরে ফেলেন। পরে সিপিজি ও ব্লু গার্ড কর্মীরা তার কাছ থেকে বনরুইটি উদ্ধার করে কক্সবাজার বনবিভাগের কাছে হস্তান্তর করে। বনবিভাগ বনরুইটি হিমছড়ি জাতীয় উদ্যানে পাহাড়ে অবমুক্ত করবে।

আব্দুল কাইয়ুম বলেন, বনরুই মহাবিপন্ন একটি প্রাণী। ধারণা করা হচ্ছে, প্রাণীটি হিমছড়ি পাহাড় থেকে গভীর রাতে সমুদ্রে মাছ খেতে সাগরে নেমেছিল। পরে এটি সাগরে ভেসে সমিতিপাড়া সৈকতে আসতে পারে।

জানা গেছে, বনরুই একটি আঁইশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর শরীর শক্ত আঁইশে আবৃত নয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী বিপন্ন প্রাণী।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।