ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, সেপ্টেম্বর ২৯, ২০২২
মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন র‌্যাপার কুলিও

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৯ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলিওর বন্ধু এবং দীর্ঘদিনের ম্যানেজার জারেজ পোসি।  

তিনি বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

৮০’র দশকের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপ ক্যারিয়ার শুরু করেন কুলিও। ১৯৯৫ সালে যখন তিনি ডেঞ্জারাস মাইন্ডস চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য গ্যাংস্টা’স প্যারাডাইস প্রকাশ করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।

পরের বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ট্র্যাকের জন্য তিনি সেরা র‌্যাপ একক পারফরম্যান্সের জন্য পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।