ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

গাড়ি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে অ্যানে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, আগস্ট ৬, ২০২২
গাড়ি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে অ্যানে অ্যানে হেচে

আমেরিকান অভিনেত্রী অ্যানে হেচে গাড়ি বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৫ আগস্ট) পশ্চিম লস অ্যাঞ্জেলসের ওয়ালগ্রোভ অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুর্ঘটনার সময় অ্যানে হেচে নীল মিনি কুপার মডেলের গাড়িটি নিজেই চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়েছেন অভিনেত্রী।  

ঘটনাস্থল থেকে অ্যানে হেচেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যেই বাড়ির সঙ্গে গাড়িটি ধাক্কা খেয়েছে, সেই বাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অ্যানে হেচে নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম। বর্তমানে তিনি নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।