ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন

সানী-মৌসুমীর দাম্পত্য জীবনের ২৭ বছর 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
সানী-মৌসুমীর দাম্পত্য জীবনের ২৭ বছর  মৌসুমী-ওমর সানী

ঢাকাই সিনেমার তারকা জুটি ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুখে-দুঃখে ভালোবেসে দু’জন দু’জনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ করেছেন তারা।

তাদের সুখের সংসার আলোকিত করে রেখেছেন দুই সন্তান ফারদিন, কন্যা ফাইজা ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা।

১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ নামের সিনেমা। এটি দিয়েই একসঙ্গে পথচলা শুরু তাদের। এক সময় তারা পর্দার রসায়ন থেকে বাস্তবের রসায়নে জড়িয়ে পড়েন। তাদের প্রেমের পূর্ণতা পায় বিয়েতে।  

১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। তবে কাউকে না জানিয়ে বিয়ে করায় পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের। সে হিসেবে তাদের ২৭তম বার্ষিকী মঙ্গলবার (২ আগস্ট)।

মৌসুমী-ওমর সানী একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। এ জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ও ‘সাহেব নামে গোলাম’।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।